বাবর বীরত্বে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

এফএনএস স্পোর্টস: সমালোচকদের যেন মোক্ষম একটা জবাব দিলেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের বীরোচিত এক ইনিংসেই ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ই পেয়েছে বাবর আজমের দল। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই নিউজিল্যান্ডের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে রীতিমত উড়ন্ত পারফর্ম করে চলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগকিতেদরও উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিং নিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি কিউইরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে নিউজিল্যান্ড। ১৬ রানেই প্রথম উইকেট হারানোর পর ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসন জুটি গড়লেও রান তোলার গতি ছিলো খুবই ধীর। কনওয়ে করেন ৩৫ বলে ৩৬ রান আর উইলিয়ামসন করেন ৩০ বলে ৩১ রান। স্বাগতিকদের হয়ে একমাত্র মার্ক চ্যাপম্যান টি-টোয়েন্টি সুলভ ১৬ বলে ৩২ রানে ইনিংস খেললে ১৪৭ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিউল্যান্ড। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বাবর আজম। আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ান এই ম্যাচে ধীর গতিতে শুরু করলেও অধিনায়ক বাবর আজম প্রথম থেকেই কিউই বোলারদের উপর চড়াও হন। ১২ বলে ৪ রান করে আউট রিজওয়ান। এরপর শান মাসুদও ফিরে যান শূন্য হাতেই। এরপর শাদাব খান এসে ২২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান। শাদাব আউট হলে মোহাম্মদ নেওয়াজ অবশ্য সুবিধা করতে পারেননি। ১৯ বলে ১৬ রান করেই ফেরেন তিনি। দলের জয় নিশ্চিত করতে অধিনায়ক বাবর খেলেন ৫৩ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস। কোনো ছক্কা ছাড়া ১১ টি চারের সাহায্যেই দলকে জয় এনে দেওয়ার কাজ করেন বাবর। হায়দার আলী নেমে ১ ছয় আর ১ চারে ২ বলে করেন ১০ রান। বাবরের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে বেয়ার টিকনার নেন ২ উইকেট। ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি নেনে একটি করে উইকেট।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না