বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে ব্যাটে-বলে সেরা যারা

স্পোর্টস ডেস্ক: দারুণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। সদ্য শেষ হওয়া এই সিরিজে ব্যাটে-বলে টাইগারদের চেয়ে ভালো পারফরম্যান্স করেছে লংকান ক্রিকেটাররা।তিন ম্যাচের টি-২০ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন নুয়ান থুশারা। মাত্র এক ম্যাচ খেলেই সর্বোচ্চ পাঁচ উইকেট লাভ করেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে লংকানদের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থুশারার, করেছেন হ্যাটট্রিকও। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে রয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ৩ ম্যাচে ২৫.৭৫ গড়ে টাইগার পেসারের শিকার ৪ উইকেট। তিনে রয়েছেন আরেক লংকান ক্রিকেটার। ২২.০০ গড়ে তিন ম্যাচে তিন উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন দাসুন শানাকা। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও প্রাধান্য লংকান ক্রিকেটারদের। তিন ম্যাচে ৬০.৩৩ গড়ে ১৮১ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল মেন্ডিস। তিন ম্যাচে ৩৭.৫০ গড়ে ৭৫ রান করে তালিকার দুইয়ে রয়েছেন চারিথ আসালঙ্কা। সমান সংখ্যক রান করে তালিকার তিনে আরেক লংকান ক্রিকেটার সামারাবিক্রমা।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না