সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা এবং কবি পল্টু বাসারকে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সাহিত্য পরিষদ আয়োজিত বার্ষিক সম্মেলন ও কর্মশালায় তাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন সাবেক সিনিয়র সচিব ও সাতক্ষীরার প্রাক্তন জেলা প্রশাসক কবি ও কথা সাহিত্যিক আব্দুস সামাদ ফারুক। সম্মেলনে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা সাহিত্য পরিষদের প্রকাশনা ‘ভোর’ এর মোড়ক উন্মোচন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন ও শামিমা পারভীন রত্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হামিদ, কথা সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, সাহিত্যিক, প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না