সাতক্ষীরা জেলা ইজতেমার ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি

নিজস্ব প্রতিনিধি: জেলা ইজতেমায় ময়দানে জুম্মার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি। দ্বীনি শিক্ষা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় দেশের অগ্রগতি ও শান্তি কামনায় জেলা ইজতেমায় অংশগ্রহণ করেছে হাজারো মানুষ। (৮ মার্চ ) শুক্রবার ইজতেমা ময়দানে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ শেষে বায়ান করেন মালয়েশিয়ার ইমাম মাওলানা ইকরাম। বাংলা সুরা করেন আব্দুল মান্নান। বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সাতক্ষীরা বাঁকাল স্কুল মাঠে ফজরের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা ইজতেমা। ৭,৮,৯ সাতক্ষীরা পৌর এলাকায় (৩ দিন ব্যাপী) জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। বায়ান শেষে তজবিহ , কুরআন তেলাওয়াত ও তালিম করা হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সেখানে ওজুয, গোসল, নামাজের স্থান ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এবং মুসলিম উম্মাহর ঐক্য শান্তি দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। ৭,৮,৯- মার্চ তিন দিন ব্যাপী জেলা ইজতেমায় প্রথম দিন থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। জুম্মার নামাজে প্রায় ১৫ থেকে ২০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটেছে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়। (৯ মার্চ) শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না