সাতক্ষীরার বল্লী ইউনিয়নে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বৃহস্পতিবার (৬ জুন) বল্লী ইউনিয়ন শিশু ফোরামের সদস্যদের সাথে বিশ্ব পরিবেশ দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে “প্লাস্টিক দিন, গাছ নিন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স এর কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান বলেন, প্লাস্টিক আমাদের পরিবেশের অনেক ক্ষতি সাধন করে এই কথা মাথায় রেখে ” প্লাস্টিক দিন,গাছ নিন” ক্যাম্পেইন শুরু হয়। শিশু ও ইয়ূথরা ৫ টা করে যে কোন টাইপের প্লাস্টিক জমা দিলে বিনামূল্যে ১টি করে ফলজ গাছের চারা পাবে। এই ক্যাম্পেইন জুন মাসে ধরে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে পর্যায়ক্রমে করা হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাতে ২ হাজার গাছের চারা শিশু ও ইয়ূথদের উদ্যাগে রোপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু গাছ রোপন করলেই হবে না সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিশু ও ইয়ূথসহ সকলের সম্মিলিতভাবে নিতে হবে।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না