সাতক্ষীরায় শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে স্কুল শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদরের গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ এবং যৌন নির্যাতন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে আলোচনা সভা ও স্টুডেন্ট ক্যাবিনেট সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্টুডেন্ট ক্যাবিনেটের সদস্যরা ছবি আকার মাধ্যমে তাদের স্কুলের ও এলাকার বিভিন্ন সমস্যা অন্যান্য ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন।

এসময় গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপঙ্কর কুমার মন্ডল সহ অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি সোস্যাল ওয়ার্কার মো. আব্দুল মান্নান।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না