রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত কার্গো বিমানে ১৫ জন আরোহী সবাই মারা গেছেন। এতে ৮ জন ক্রু ও ৭ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরই তাদের ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইভানোভো অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার অনলাইন নিউজ সার্ভিসগুলো জানিয়েছে, আরোহীদের কেউ বেঁচে নেই।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, একটি ইঞ্জিনে আগুন জ্বলছে। উড়োজাহাজটি নিচের দিকে এগিয়ে যাচ্ছে। চক্কর দেওয়ার সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান মঙ্গলবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।

- Advertisement -

এতে দেখা যায়, বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। বিমানটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস বলেছে,‌‌ মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক কার্গো বিমানটি ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না