বুয়েটে ঢুকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল ছাত্রলীগ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশ এবং জনসমাগম করার প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই বুয়েট শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাল ছাত্রলীগ।

রোববার দুপুর আড়াইটার দিকে নেতাকর্মীর নিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে বুয়েট শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

- Advertisement -

এ সময় সদ্য আবাসিক সিট বাতিল হওয়া বুয়েট শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বি উপস্থিত ছিলেন।

এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের সময় বুয়েটের মূল ফটক এবং বিভিন্ন আবাসিক হলের প্রবেশ পথগুলো বন্ধ করে দেওয়া হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ৩০ সেকেন্ডের মধ্যে বুয়েট ক্যাম্পাস ত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক। সাদ্দাম-ইনান বেরিয়ে যাওয়ার পরেও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা বুয়েট শহীদ মিনারে ফুল দেন এবং ছবি তোলেন। তবে তারা কোনো স্লোগান দেননি।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না