দেবহাটায় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ: দেবহাটায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল মাঠে আলোচনা অনুষ্ঠানে সমাবেত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা ফায়ার সার্ভিস টিম লিডার কলিমউদ্দীন প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ণ অফিসার শফিউল বশারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহাকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফ্যাসেলিটেটর প্রসেঞ্জিত সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন দূর্যোগের মহড়া ও উদ্ধার বিষয়ে প্রদর্শনী করা হয়।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না