ঢাবির সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মো. সোহাদ হক সোয়েব নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

সোয়েব দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের প্রথম বর্ষের শিক্ষার্থী।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সাঁতার কাটার সময় তিনি অগোচরে ডুবে যান। পরে কয়েকজনের দৃষ্টিগোচর হলে তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সমকালকে বলেন, ওই শিক্ষার্থী সাঁতার কাঁটতে গিয়ে মারা গিয়েছেন। ডুবে অতিরিক্ত পানি পানে না-কি তীব্র গরমে স্ট্রোক বা অন্যকিছুর কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে। সোয়েবের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না