ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: পালাতে গিয়ে ভিপিসহ ৩ ছাত্রলীগ নেতা নিহত

অনলাইন ডেস্ক : ঝিনাইদহে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তারা হলেন ভিপি মুরাদ হোসেন,তৌহিদ ও সমরেশ। এর মধ্যে মুরাদ হোসেন ঝিনাইদহ ভেটেনারী কলেজ ছাত্র সংসদের ভিপি। অপার দুই জন কলেজ ছাত্রলীগের নেতা। শুক্রবার রাত ১১ টার দিকে ঝিনাইদহের আঠারো মাইল নামক স্থানে তিন ছাত্রলীগ নেতার মৃত্যু ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ করে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গার সড়কের আঠারো মাইল নামক স্থানে রাস্তার পাশে বিদ্যুতের একটি পিলারবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, শহরের জোহান পার্ক এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। এ সময় ভেটেরিনারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। ওই তিনজন বাইকে করে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে প্রতিপক্ষ। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়। তারা সবাই ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না