গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯ ত্রাণপ্রত্যাশী

আন্তজার্তিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৯ ত্রাণপ্র‌ত্যাশী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক। শুক্রবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুটি পৃথক জায়গায় ত্রাণপ্র‌ত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল গাজার আল নুসাইরাত ক্যাম্পে। সেখানে ত্রাণ বিতরণকালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আটজন নিহত হয়েছেন।মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েল। এত অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানালেও তা অস্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বিষয়টি অস্বীকার করে এটিকে মিথ্যা তথ্য হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যেহেতু আইডিএফ সব ঘটনাকে যথাযথ মাধ্যমে তদন্ত করে, ফলে আমরা মিডিয়াকে একই কাজ করার ও বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানাই। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কুয়েত গোলচত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২০ জনের মরদেহ আল শিফা হাসপাতালে আনা হয়েছে। ত্রাণপ্রত্যাশীদের ওপর গুলিবর্ষণের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ জন নিহত ও ১৫৫ জন আহত ব্যক্তিকে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্বল সক্ষমতার কারণে চিকিৎসকরা এ পরিস্থিতি মোকাবিলা অক্ষম।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না