আইনের তোয়াক্কা না করে আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসায় সুপার নিয়োগের পায়তারা

আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসার সভাপতি মনিরুল ইসলামের বিরুদ্ধে আইনের তোয়াক্কা না করে আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসায় সুপার নিয়োগের পায়তারা অব্যাহত রয়েছে। সম্প্রতি নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার পরেও কৌশলে নিয়োগ বোর্ড সম্পন্ন করার পায়তারা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া সুপারের অবর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৭.৪ অনুচ্ছেদের বিধান লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা। এরআগে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক, চেয়ারম্যান, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালী পি.এম দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেনের মৃত্যুর পর থেকে সহ সুপার মাওলানা আবু তাহের কোন প্রকার আইনের তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সরকারি বিধান লঙ্ঘন করে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ না করিয়ে জুনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ করেন। ফলে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গসহ নানান অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এবং অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের লক্ষে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না