৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ ফাইনাল রাউন্ডে ১ম খেলায় সাতক্ষীরা জেলার জয়

ডেস্ক নিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর ১ম খেলা সাতক্ষীরা বনাম ব্রাহ্মনবাড়িয়া জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। ৯০ ওভারের খেলায় সাতক্ষীরা জেলা ১ম দিনে ব্যাট করতে নেমে ৬৫.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করে। দলের শাহজাহান ৬১, রাসেল ৫৮ রান করে। জবাবে ব্রাহ্মনবাড়িয়া ব্যাট করতে নেমে ৭৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রান করে। সাতক্ষীরা জেলা দলের আশরাফুল ৪টি এবং মেহেদী হাসান অনি ৪টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ১০ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হয় সাতক্ষীরা জেলার আশরাফুল। খেলায় দলের সাথে কোচ হিসাবে উপস্থিত আছেন মুফাচ্ছিনুল ইসলাম তপু ও আলতাফ হোসেন।

আগামী ২১-২২ মাচ ২০২৪ সাতক্ষীরা বনাম টাঙ্গাইল জেলার মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না