হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: আলিম দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাময়ীক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মাওলানা মো. আব্দুর রাজ্জাক আজহারী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. হাফিজুর রহমান, সহকারি অধ্যাপক মাওলানা ওসমান গণী, মাওলানা মো. মনিরুল ইসলাম, এস.এম শওকত আলী, মো. ফরিদউদ্দিন মাসুদ ও মো. আব্দুস সাত্তার প্রমুখ। এসময় আলিম দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

- Advertisement -

এসময় হযরত আবুবকর সিদ্দকিী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ¦ মাওলানা শফিকুকুল ইসলাম।

ক্যাপশন: হযরত আবুবকর সিদ্দিকী (রাঃ) ইসলামীয়া কামিল মাদ্রাসার উদ্যোগে আলিম দ্বিতীয় বর্ষের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাময়ীক বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না