সিংগেল মাদার রাবেয়াকে অর্থ প্রদান-জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক: সাতক্ষীরা সদরের রূপায়ন টেইলার্স এ কর্মরত সিংগেল মাদার রাবেয়া বেগমকে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক একটি সেলাই মেশিন কিনতে দশ হাজার টাকা প্রদান করেছেন।
সেলাই মেশিন ব্যবহার করে তিনি স্বাবলম্বী হবেন এবং দুই সন্তানকে পড়ালেখা করাতে পারবেন- এই আশাবাদ ব্যক্ত করে আজকে তার হাতে এই দশ হাজার টাকার অনুদান তুলে দেন।
এসময় জেলা প্রশাসনের কর্মরত ম্যাজিট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন।