সাতক্ষীরা মেডিকেল কলেজে একজনের ইন্টার্নিশিফ স্থগিত

অনলাইন ডেস্ক: ঘোষিত কমিটিতে পদ না পেয়ে সংঘর্ষে জড়িয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ।এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হয়েছেন। সোমবার দূপুরের দিকে মেডিকেল কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মুহিতকে দুই মাসের জন্য ইন্টার্নিশীফ থেকে বিরত রাখতে আদেশ জারি করেছে কলেজ প্রশাসন।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন,‘‘গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পদবঞ্চিতরা। এনিয়ে মেডিকেল কলেজে উত্তেজনা ছিল।

- Advertisement -

সোমবার দূপুরে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে আবিদুর রহমানের নেতৃত্বে পদবঞ্চিতরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে যায়।’’

আশিকুর রহমান আরও বলেন, ‘‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা দুই পক্ষকে নিয়ে আগামীকাল বসে সমাধান করবো। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।’’

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুছ বলেন,‘‘ মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটিতে দুটি গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ’’

এঘটনায় আব্দুল মুহিতকে দুই মাসের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে ও অন্যান্য কয়েকজনকে মোবাইল ভাঙচুরের জন্য অর্থদন্ড দেওয়া হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না