সাতক্ষীরায় খাবার পানি সংকট মোকাবেলায় কর্মশালা

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা খাবার পানির সংকট মোকাবেলায় বরাদ্দ বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০২.০৪.২০২৪ সকাল ১১ টায় উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদে উইক্যান প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা সৃজনী মহিলা লোককেন্দ্র এ কর্মশালার আয়োজন করে। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, উপকারভোগিসহ স্থানীয় সাধারণ মানুষ।

কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জয় সরদার,প্রজেক্ট অফিসার, সৃজনী মহিলা লোককেন্দ্র,সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। কর্মশালায় জ্যোৎস্না দত্ত সৃজনী মহিলা লোককেন্দ্রে সম্পর্কে ধারনা দিয়ে বলেন ,স্থানীয় এলাকাবাসসীর উন্নয়নে এবং সমাজের মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যামে কাজ করে যাচ্ছে।

- Advertisement -

উইক্যান প্রজেক্ট জেলার সদর উপজেলার জলাবদ্ধতার সাথে মোকবেলা করে টিকে আছে এমন এলাকার পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছে। এছাড়া এ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তুলে ধরেন। তিনি আরো বলেন উক্ত জনগোষ্টির পাশে থাকার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট অনুরোধ জানান।

পরে উইক্যান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বলেন যে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় নারী ও কিশোরী মেয়েদের সক্ষমতা সর্বোচ্চ জোর দার করন এবং পানি ও পয়ঃনিস্কাশন ব্যবস্থায় যৌথ অংশগ্রহন নিশ্চিতকরণ।

উন্মুক্ত আলোচনায় উপস্থিত সদস্যরা তাদের মতামত এবং এলাকার খাবার পানির সংকট নিরসনে কি ভাবে তারা এলাকার সাধারণ মানুষদের পাশে থাকবেন সে বিষয় গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।

উক্ত কর্মশালায় ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান খাবার পানি সংকট মোকাবেলায় ইউনিয়ন পরিষদে বরাদ্ধ বৃদ্ধি ও প্রকল্পের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ইউ পি সদস্য মোঃ আবু সাইদ মোল্ল্যা, রেবেকা সুলতানা, সৃজনী মহিলা লোককেন্দ্রর সভানেত্রী জোসনা দত্ত , প্রোগ্রাম অফিসার জয় সরদার সহ আলোর সন্ধান নারী উন্নয়ন সংস্থার সদস্যরা।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না