পাইকগাছায় বহুল প্রত্যাশিত ফায়ার স্টেশন নির্মাণের স্থান পরিদর্শন

খুলনার পাইকগাছায় গণমানুষের বহুল প্রত্যাশিত ফায়ার স্টেশন নির্মাণে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনসহ ফায়ার ব্রিগেডের কর্মকর্তাবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলার শিববাটী ব্রিজ সংলগ্ন লস্কর ইউনিয়ানাধীন চক বগুড়া মৌজায় ফায়ার স্টেশন নির্মাণে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এসময় ফায়ার ব্রিগেডের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ৬নং লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে পাইকগাছা সদরের টেকনিক্যাল কলেজ সংলগ্ন স্থানে ফায়ার স্টেশন নির্মাণের জায়গা নির্ধারণ করা হলেও নানা জটিলতায় সেটি অন্যত্র স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জায়গা দেখার কথা জানান। সর্বশেষ এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের চক বগুড়া মৌজার প্রস্তাবিত জায়গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না