দেবহাটায় ইন্টারফেইস ফলো-আপ মিটিং

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইন্টারফেইস ফলো-আপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহয়োগীতায় ও বেসরকারী সংস্থা উত্তরণের ইয়ুথ অ্যাম্পাওয়ার্ড প্রোজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সাখওয়াত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, কুলিয়া ইউপি সচিব ফারুক হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ্যাডভোকেসি বিসিসি এন্ড চাইল্ড প্রটেক্ট কমিনেকেশন অফিসার আবেদা সুলতানা, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের প্রজেক্ট কো-অডিনেটর আফরোজা আক্তার, টেকনিক্যাল অফিসার নাজনিন নাহার, মনিটরিং ও ইভ্যালুয়েশন আইরিন ষ্টিভেন, প্রজেক্ট অফিসার আবু এমরান সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত, সিভিএ কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।

- Advertisement -

এসময় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না