এবারের ঈদে প্রথমবার টিভির পর্দায় ‘হাওয়া’
বিনোদন ডেস্ক: এবারের ঈদে দর্শকরা প্রথমবারের মতো টিভির পর্দায় দেখতে পাবেন বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। ছবিটি মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে।
খবরটি নিশ্চিত করে চ্যানেলের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল বলেন, দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন এ ছবি প্রচার করা হবে। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন এবং পঞ্চম দিন বেলা ২:৩০ মিনিটে প্রচার হবে ছবিটি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘হাওয়া’ পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ অনেকে।
এই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। ৪৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২টি বিভাগে এবং ২৪তম মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি পুরস্কার অর্জন করে।