আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পূর্বের দ্বন্দের জের ধরে ও আধিপত্য বিস্তার নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহা ৬/৭ জন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।সোমবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে , বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শো ডাউন করা ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুই মাসের জন্য স্থগিত করে।পরে ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

- Advertisement -

কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতাকর্মীরা।সোমবার দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তার ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আজমল হোসেন বলেন, নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।তবে কেউ মারাত্মক জখম হয়নি।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। আশা করছি, শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।

এই বিভাগের আরও সংবাদ
সকল প্রকাশিত/প্রচারিতো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না