আজকের অগ্রবাণী ডেস্ক: | রবিবার, ১৯ মার্চ ২০১৭
২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং এ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা বাংলাদেশে ৫ হাজার ২শ’ ৭২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষ প্রতিমাসে ডিজিটাল সেবা পাচ্ছে। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সকল বিল প্রদান করতে পারবে। এই তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে সজাগ থাকারও আহ্বান জানান জুনাইদ আহমেদ পলক।
আলোচনা সভা শেষে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং এ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগার এর উদ্বোধন করেন প্রধান অতিথি।