অনলাইন ডেস্ক | রবিবার, ১৯ মার্চ ২০১৭
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হবে। চলবে বুধবার (২২ মার্চ) পর্যন্ত। এবার ১৯৫৫টি আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন পরীক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৪৯ জন প্রতিযোগিতা করবেন।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল মেমোরি কার্ড, ঘড়ি, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.hstu.ac.bd তে পাওয়া যাবে।