অগ্রবাণী ডেস্ক | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী দোহার ব্যান্ডের কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আজ মঙ্গলবার সকালে বর্ধমান যাওয়ার পথে গুড়াপের কাছে ঘটনাটি ঘটে। শিউড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন দোহারের সদস্যরা। রাস্তায় তাদের গাড়িকে পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে।
গুরুতর আহত অবস্থায় কালিকাপ্রসাদকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসাপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৪৭ বছর বয়সী কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।