তাকিউর রহমান আরজু | রবিবার, ২৬ মার্চ ২০১৭
প্রচার লীগের চেয়ারম্যান এফ, এম নেওয়াজ আহমেদ বলেছেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা তৈরি করতে হবে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর প্রচার লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন।
জঙ্গিবাদ ও মাদককে বড় সমস্যা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধানে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। দেশব্যাপি গণ সচেতনতা তৈরি করতে হবে।
এফ, এম নেওয়াজ আহমেদ প্রচার লীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বলেন। যারা এসব করছে তারা সংখ্যায় খুবই কম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর প্রচার লীগের সভাপতি মাসুদুর রহমান।
সভায় আরও ছিলেন দলটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, ঢাকা মহানগর প্রচার লীগের সাধারণ সম্পাদক খাঁন মোঃ মুরাদ।