জাহিদুল ইসলাম | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
১)রাতের শেষ প্রহরে উঠে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করুন।
“এবংরাতের শেষ তৃতীয়াংশে ক্ষমা প্রার্থীগন”(সূরা আলে ইমরান ১৭)
২)মাঝে মাঝে ধ্যান করার জন্য নিজেকে মানুষজন থেকে সম্পূর্ণ নিঃসঙ্গ করুন।, “আর যারা আসমান সমূহ জমিন সৃষ্টির বিষয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করে”(সূরা আলে ইমরান ১৯১)
৩)নেককারদের সংস্পর্শ গ্রহন করুন।
৪)বেশী বেশী জিকির করুন।
৫)ভক্তি-শ্রদ্ধা ও একনিষ্টার সাথে নামাজ আদায় করুন।
৬)বুঝে শুনে গভীর ধ্যানের সাথে কুরআন তিলাওয়াত করুন।
৭)প্রচন্ড গরমের দিনে রোজা রাখুন।
৮)গোপনে দান সদকা করুন।
৯)বিপদ গ্রস্ত মানুষকে বিপদে যথাসাধ্য সাহায্য করুন।
১০)ক্ষনস্থায়ী এ দুনিয়া থেকে যথাসাধ্য বিমুখ থাকুন।
লা তাহযান ইন্নাল্লহা মাআন