অগ্রবাণী ডেস্ক | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭
ঢাকার সাভারে একটি শিল্প কারখানার শ্রমিকদের বেতনের বিপুল অংকের টাকা ছিনতাই করে নিয়ে গেছে তিন দুর্বৃত্ত। বলা হচ্ছে, এ অংক কোটি ছাড়িয়ে যেতে পারে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হেমায়েতপুরের অবনী গ্রুপের এ টাকা ছিনতাই হয়।
একটি সূত্র বলছে, গ্রুপের অবনী নীট থেকে অবনী ফ্যাশনে দুই কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় তিন দুর্বৃত্ত হেমায়েতপুর সিঙ্গাইর সড়কের পদ্মার মোড়ে ব্যারিকেড দিয়ে ওই গ্রুপের কর্মীদের কাছ থেকে বিপুল অংকের টাকা নিয়ে পালিয়ে, যে অংক কোটি ছাড়িয়ে যেতে পারে। ছিনতাইয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি কতৃর্পক্ষ।