অগ্রবাণী ডেস্ক | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
আমির মানে চমক। দঙ্গলের জন্য বাড়িয়েছিলেন ওজন। এবার রেখেছেন দাঁড়ি। আর এ রূপেই ‘থাঙ্গস অব হিন্দুস্তান’ ছবিতে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।
এই ছবিতে কেমন হবে আমির খানের রূপ, তাই নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। এই প্রথম অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আমির।
সম্প্রতি টুইটে ভারতের পাঞ্জাব প্রদেশের সর্দারজির লুকের একটি ছবি পোস্ট করেছেন আমির। আর সেই ছবি ঘিরেই এখন জল্পনা তুঙ্গে। অনেকেরই দাবি এটাই হতে যাচ্ছে আমিরের নতুন রূপ। একমুখ দাঁড়ি, মাথায় পাগড়ি দেওয়া আমিরের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে দাঁড়ি তার আসল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চলচ্চিত্রবোদ্ধাদের মতে আমির যা করে তা পাকাপাকিভাবেই করে। যেমন দঙ্গলের জন্য নিজের ওজন সত্যিকার অর্থেই বাড়িয়েছিলেন। তেমনি দাঁড়িও তার নকল নয়।
জানা গেছে, এই ছবিতে আমিরের সঙ্গে গুরুত্বপূরণ ভূমিকায় দেখা যাবে জ্যাকি স্রফকেও। সম্ভবত আগামী মাসেই শুরু হচ্ছে যশরাজ ফিল্মসের ‘থাঙ্গস অব হিন্দুস্তান’ ছবির শ্যুটিং। আগামী বছর মুক্তি পাবে ছবিটি।
-এসএএস