মোহাম্মদ রেজাউল করিম (স্টাফ রিপোর্টার) | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসার দুই দিনব্যাপী বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার শুরু হয়ে বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ কামরুজ্জামান কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুকুজ্জামান মোল্লা, দৈনিক আজকের অগ্রবাণী পত্রিকার মার্কেটিং ম্যানেজার যায়েদ বীন জামানসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনি বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ফারুকুজ্জামান মোল্লা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। ক্রীড়া এবং সংস্কৃতি হচ্ছে দেহ ও মন সতেজ রাখার উপাদান।
তিনি আরো বলেন ভবিষ্যতে এ অনুষ্ঠানকে আরও সুন্দর ও ফলপ্রসূ করতে সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ মোঃ ফারুকুজ্জামান মোল্লা।