মোহাম্মদ ইকবাল হোসেন, কাটাগড় মেলা থেকে: | সোমবার, ২৭ মার্চ ২০১৭
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়লমারীর কাটাগড় মেলায় জাদুর নামে চলছে অর্ধনগ্ন নারীর নৃত্য।
স্থানীয়রা জানান, মেলায় জাদু প্রদর্শনের নামে পর্দার আড়ালে জমে উঠেছে অশ্লীল নৃত্যসহ চলছে অনৈতিক কাজ। এছাড়া ভাসমান পতিতাদের পদচারণাও রয়েছে।
মেলার পাশে চলছে গাঁজা ও ইয়াবা সেবনের আসর। সচেতন এলাকাবাসী মেলায় এসব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।