মোহাম্মদ রেজাউল করিম, কাশিয়ানী (গোপালগঞ্জ) | রবিবার, ২৬ মার্চ ২০১৭
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা মংলা মহাসড়কের মাজড়া ইট ভাটা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যার পর মাটি বহনকারী ট্রলিকে কালনা এলাকা হতে ছেড়ে আসা একটি মাইক্রোবাস পিছন দিক হতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে মাইক্রবাসে থাকা সকলেই মারাত্মক আহত হয়। তাদের মধ্যে মাইক্র বাসের সামনে থাকা তিনজনের অবস্থা আসঙ্কাজনক। আহত সকলকে চিকিৎসার জন্য দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে পাঠানো হয়েছে।