অগ্রবাণী ডেস্ক | মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অ-পেশাদারিত্বের। লন্ডনে আয়োজিত এক ফ্যাশন ইভেন্টে শেষ মুহূর্তে ব্যাকআউট করার মাশুল দিতে হতে পারে বিপাশা বসুকে। ইন্ডিয়া-পাকিস্তান-লন্ডন ফ্যাশন শো’য়ের শো-স্টপার হিসেবে র্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশার। কিন্তু শেষ মুহূর্তে নায়িকা বেঁকে বসেন।
তাঁর দাবি, আয়োজকরা কথামতো সুযোগ-সুবিধে দিতে পারেননি। আয়োজকরা আবার প্রশ্ন তুলেছেন বিপাশার অ-পেশাদার আচরণ নিয়ে। স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে লন্ডনে আরও কয়েকটা দিন কাটাতে চেয়েছিলেন বিপাশা। তাই হোটেল বুকিং আরও ক’টা দিন বাড়াতে বলেছিলেন। ঝামেলাটা সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ্যে আসে যখন বিপাশা এক খোলা চিঠিতে নিজের বক্তব্য লেখেন। ওদিকে আয়োজকদের একজনও পাল্টা ফেসবুক পোস্ট লিখতে ছাড়েননি। তরজা আপাতত এমন পর্যায়ে, যেখানে শর্ত লঙ্ঘন করায় বিপাশাকে ২৫০০ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি!
-এলএস