তাকিউর রহমান আরজু | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
বাংলাদেশ প্রচার লীগের চেয়ারম্যান এফ. এম নেওয়াজ আহমেদ
বাংলাদেশ প্রচার লীগের চেয়ারম্যান এফ. এম নেওয়াজ আহমেদ বলেছেন আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নতি করেছে অতীতের কোন সরকারই তা করতে পারেনি। দেশ ও জাতির উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনী প্রচারণায় এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন হওয়ায় জনগণ নৌকার পক্ষে রায় দিয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ-নির্বাচনেও মানুষ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করেছে। ইনশালাহ ৩০ মার্চ কুমিলা সিটি কর্পোরেশনের পাশাপাশি সুনামগঞ্জ উপ-নির্বাচনেও নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।