| রবিবার, ০৮ অক্টোবর ২০১৭
জুতা পরে নামাজ পরা সুন্নত। তবে যদি জুতা নাপাক থাকে তাহলে জুতা খুলে ফেলাটা ভাল। আপনার জুতা যদি কোন নাপাক কিছু লাগে নাপাক হয়ে যায় তাহলে তা মাটিতে গসা খেয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে তা পাক হয়ে যাবে। কারন মাটি নিজেই পাক।
মহানবী (সঃ) একদিন নামাজ পড়ার সময় জুতা খুলে ফেললেন তখন উনার সাথে সাথে উনার সাহাবীরা ও জুতা খুলে ফেললেন। তখন মহানবী (সঃ) তাঁর সাহাবীগনকে জিজ্ঞেস করলেন “আপনারা জুতা খুললেন কেন?” এই প্রশ্নের উত্তরে সাহাবীগন বললেন “আপনি জুতা খুলেছেন তাই আমরা খুলেছি”।এই উত্তর শূনে মহানবী (সঃ) বললেন “আমাকে জিব্রাইল (আঃ) বলেছেন আমার জুতা নাপাক তাই জুতা খুলে নামাজ পড়তে। কিন্তু তুমাদের জুতা যদি নাপাক না হয় তাহলে জুতা পরে নামাজ পর”
৭ বিভাগের আজকের ইফতারের সময়ঃ
ঢাকাঃ ৬.৩৫ রাজশাহীঃ ৬.৩৯ চট্রগ্রামঃ ৬.৩১ সিলেট ৬.২৯৪ খুলনাঃ ৬.৪০ বরিশালঃ ৬.৩৫ রংপুরঃ ৬.৪০
আশাকরি আমাদের অজানা তথ্য প্রকাশ করতে পারব। ইনশাল্লাহ্