অগ্রবাণী ডেস্ক | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
কানসাসে ভারতীয় প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুললো হোয়াইট হাউজ। গোটা এক সপ্তাহ মুখে কুলুপ এঁটে থাকার পর মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে জানানো হল কানসাসে যা ঘটেছে তা খুবই উদ্বেগজনক।
আমেরিকার বিভিন্ন প্রান্তে যেভাবে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে ইহুদি কমিউনিটি সেন্টারগুলিতে তার নিন্দা করতে গিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, কানসাস ঘটনার প্রাথমিক রিপোর্ট চিন্তার উদ্রেক করে।
অন্যদিকে এই ঘটনায় রাজনীতিক বিচারের দাবি জানিয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাস। এই ঘটনার যাতে দ্রুত তদন্ত ও বিচার হয়ে তার দাবি জানানো হয়েছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের কাছে।
সোমবার ডেমোক্রেটিক পার্টির অন্যতম মুখ হিলারি ক্লিন্টন ট্যুইট করে বলেছিলেন, কানসাসের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট বক্তব্য রাখা উচিত।
‘গেট আউট অফ মাই কান্ট্রি’ – গুলি ছুড়তে ছুড়তে এই কথাগুলিই বলছিল মার্কিন নাগরিক অ্যাডাম পিউরিনটন। গুলি লেগে ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলা। আহত হয়েছিলেন আরও দুই ভারতীয়।
সোমবার রাতেই শ্রীনিবাসের মরদেহ নিয়ে আসা হয় হায়দরাবাদে।
-এলএস/অগ্রবাণী